ভুল গন্তব্যে
প্রকাশ: ৫ জুন ২০২১, ০৯:৫৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:২২
কত বসন্ত এলো কত ফুল ফুটলো
আবার কখন যে ঝরে গেলো
মনের অজান্তে কিম্বা স্বপ্নের মধ্যে
জানতেই পারলাম না ভুল গন্তব্যে।
ঠিক তেমনি কিছু সম্পর্কও হয়
আবার নীরবে ফুলের মতো ঝরে যায়,
কেউ জানে না জানে শুধু দু'জনার অন্তর
প্রেমিক প্রেমিকার ভাঙ্গে শুধু সুখের ঘর।
একদিন তোমার আমার সম্পর্কও মধুর ছিলো
বসন্তের রঙিন ফুলের মতো হেসেছিলো,
তোমার সৌন্দর্যের বিভোরে আপন করে নিয়েছিলাম
আমার অন্তরের ভিতরে বাহিরে স্থান দিয়েছিলাম।
কিন্তু কখনো খিহাল করিনি যে এ সম্পর্ক শুধু ক্ষনিকের
একদিন শেষ হয়ে যাবে আমার স্বপ্নের নীড়,
তবু আবেকে ফুলে ফুলে সাজিয়েছিলাম স্বপ্নের অট্টালিকা
অবশেষে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল সেই অনামিকা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত