ভিয়েতনামে বাস খাদে পড়ে ৩ জন নিহত
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:১১ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১
মঙ্গলবার ভোরে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় দা নাং নগরীর মধ্য দিয়ে যাওয়ার সময় একটি বিলাসবহুল বাস একটি মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে তিনজন নিহত এবং আরো তিনজন আহত হয়। ভিয়েতনাম নিউজ এজেন্সি একথা জানিয়েছে।
১৯ জন যাত্রী এবং তিনজন চালক ও চালকের সহকারী নিয়ে বিলাসবহুল বাসটি ডাক লাক-থুয়া থিয়েন হিউ দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
দক্ষিণ-উত্তর দিকে যাওয়ার সময় বাসটি দিকের রাস্তার ব্যারিকেডের সঙ্গে ধাক্কা খেয়ে পাহাড় থেকে ছিটকে পড়ে। প্রচন্ড ঠান্ডা ও প্রবল বৃষ্টির সময় রাতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই ৩ জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার তদন্ত চলছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত