ভিনিসিয়ুসের রকেটে পিছিয়ে পড়েও শীর্ষে রিয়াল
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১১:১৮ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০২:৫১
ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহুর্তের দুর্দান্ত এক গোলে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও পাওয়া এই জয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। দলটির হয়ে অন্য গোলটি করেছেন করিম বেনজেমা।
সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার মার্কোস আকুনার কর্নারে হেডে গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার রাফা। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো সেভিয়া। তবে মিডফিল্ডার লুকাস ওকাম্পোসের জোরালো শট ক্রসবারে লাগে।
এর পরপরই সমতায় ফেরে রিয়াল। গোলরক্ষক বোনোর ভুলে বল জালে জড়ান করিম বেনজেমা। চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এই ফরাসি স্ট্রাইকার। ১৩ ম্যাচে গোল করেছেন ১১ টি। ক্লাব ফুটবলে গোল করায় ছাড়িয়ে গেছেন স্বদেশী থিয়েরি হেনরিকে।
১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে খেলার গতিটা কিছুটা মন্থর হয়ে যায়। স্কোরবোর্ডে পরিবর্তন না আসায় ধরেই নেওয়া হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করতে যাচ্ছে দুই দল। তবে ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে চোখে লেগে থাকার মতো এক গোল করেন ভিনিসিয়ুস।
এডার মিলিতাওয়ের কাছ থেকে বল পেয়ে সেভিয়া ডিফেন্ডারদের বোকা বানান এই ব্রাজিলিয়ান উইংগার। এরপর ডি বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের নেওয়া বুলেটগতির শট ফেরাতে সক্ষম হননি সেভিয়া গোলরক্ষক। ১৪ ম্যাচে এটা তার নবম গোল।
এই জয়ে এককভাবে শীর্ষে রিয়াল। ১৪ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৩৩। দুইয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ সমান সংখ্যক ম্যাচ খেলে পিছিয়ে আছে চার পয়েন্ট ব্যবধানে। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান টেবিলের ছয় নম্বরে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত