" ভালোবাসা আছে বলেই " - গোলাম কবির

  গোলাম কবির

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১

" ভালোবাসা আছে বলেই "
 ।।  গোলাম কবির ।। 

 ভালোবাসা আছে বলেই 
 এখনো বুঝি সত্য ও মিথ্যার তফাৎ!  
 ভালোবাসা আছে বলেই 
 এখনো কোথাও কোনো অন্যায় 
 হতে দেখলে প্রতিবাদ মুখরতায় 
 প্রতিরোধে মেতে উঠি!  
 ভালোবাসা আছে বলেই 
 এখনো প্রিয়তমা নারীকে নদীর সাথে 
 মিলিয়ে একাকার করে ফেলি!  
 ভালোবাসা আছে বলেই 
 এখনো প্রায় প্রতিদিনই তোমার সাথে 
 মিথ্যা ঝগড়া ঝগড়া খেলি! 
 ভালোবাসা আছে বলেই 
 এখনো  আতর ও লোবানের 
 সুবাসের ভিন্ন ভিন্ন মানে খুঁজি!  
 ভালোবাসা আছে বলেই 
 প্রায় প্রতিদিনই আমি 
 " আহা, কী সুন্দর এই কবিতাটা, তাই না? " 
  বলে জিজ্ঞেস করি! 
  ভালোবাসা আছে বলেই 
 এখনো আমার হৃদয়ে তুমিই 
 নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছো সর্বদাই! 
 ভালোবাসা আছে বলেই 
 এখনো আমি কবিতা লিখি!  
 ভালোবাসা আছে বলেই 
 এখনো আমি ফিরে ফিরে 
 প্রিয়তমা নারী এবং নদীর প্রেমেই মজি!
 ভালোবাসা আছে বলেই 
 এখনো জীবন ও মৃত্যুর ফারাক 
 বুঝে জীবন কে ভালোবেসে 
 যুদ্ধ কে ঘৃণা করি!

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত