ভালোবাসলেই সহমরণের লোভ জাগে

  সালেহ্ রনক

প্রকাশ: ৭ জুলাই ২০২১, ১৯:৩৭ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪

ভালোবাসার মত ইন্দ্রিয়গত অনুভব যে পারে এড়াতে, সে পারে।
আর যে পারে না, সেই তো প্রেমিক!
কাউকে ভালোবাসালেই নিজের প্রতি যত্ন বাড়ে, 
স্বপ্ন তনতনে ডগা বাড়িয়ে দেয় জীবনের দিকে,
ফ্যাঁচফ্যাঁচে বৃষ্টিও কর গোণে তাল,লয়,ছন্দের।
নগেন শীলের কদমছাঁটও নন্দনতত্ত্বের আড্ডায়
টক্কর দিয়ে আসে, আঁটসাঁট গেঁথে যায় তোমার খোঁপায়।
গোঁয়ার মেজাজের
কাল্লুও প্রেমে পড়লে হাটে যায়,
ইতিউতি খুঁজে বের করে কাচের চুড়ি
বুকের ভেতর ধরে রাখে
আলতারাঙা পায়ের ছাপ।  
 
কাউকে ভালোবাসালেই নিজের প্রতি আগ্রহ  বাড়ে,
চুপচাপ বসে থাকতে ভালো লাগে, 
কাজল কালো চোখ ,কপালের লাল টিপ
সব কত কথা কয়! 
শ্যাওলাজমা রাস্তায় হাঁটা যায় দ্রুত পায়ে,নিরাপদ লাগে
গভীর অন্ধকার আর কানাগলি।

ভালোবাসালেই মৃত্যুভয় জাগে, ছেড়ে যাওয়ার।
কেবল ভালোবাসলেই সহমরণের লোভ জাগে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত