ভালবাসার সাহস - সুলতানা ফিরদৌসী
প্রকাশ: ৯ মে ২০২৪, ১৩:৫৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫
ভালবাসার সাহস....
সুলতানা ফিরদৌসী
সুখে থাকার লোভে বাতাসের সঙ্গে ভেসে আসবো।
নয়তো বৃষ্টি হয়ে ছুঁয়ে দিয়ে যাব। প্রথম বর্ষার মাটি থেকে
ভেসে আসা গন্ধে আমাকে অনুভব করতে পারবে।
শৈত্যের বিষন্নতাও আমাকে মনে পড়বে।
এই ব্যস্ত শহরের বিভিন্ন দৃষ্টিকোণে আমার অস্তিত্ব পাবে
তবুও তোমার অপলক চোখ ভালবাসার সাহস খোঁজে
প্রিয়তমা ...আমাকে ভুল যাওয়ার চেষ্টা করবে না
আমি তোমার খুব কাছেই আছি ....একদম পাশে.
অলৌকিক ভালবাসার বিভিন্ন অস্তিত্বের রূপান্তর
পৃথিবীর সব রকম কোলাহল হতে পারে
এই ব্যস্ত শরতের শহরের বিভিন্ন প্রান্তে
সুখে থাকার অধিকার সবার আছে
সেই অধিকার থেকেই তোমার কথা ভাবছিলাম
বলতে চাইছিলাম মিষ্টি ভালবাসার খুব লোভ আমার
অবশেষে প্রিয়জন প্রিয়তমাকে আপন করে পেলাম
আমার অস্তিত্বের সাহস কে ধন্যবাদ জানাই।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত