ভারতে লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১২:৪০ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৬
ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। বুধবার (১০ জুলাই) ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাবল ডেকার একটি বাস বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাসটি দুধের একটি ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে যাত্রীরা ছিটকে বেরিয়ে যান।
ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওগুলোতে মাটিতে পড়ে থাকা মৃতদেহ, ধাতব ও কাঁচের টুকরো এবং ভাঙা জিনিসপত্র দেখা গেছে।
উন্নাওয়ের জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাঠি বলেছেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার অফিস জানিয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের জন্য দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত