ভারতে রেকর্ড ৩৯৮০ জনের মৃত্যু
প্রকাশ: ৬ মে ২০২১, ১০:৩৮ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:১৫
ভারতে একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন তিন হাজার ৯৮০ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে চার লাখ ১২ হাজার। বৃহস্পতিবার (৬ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। অন্যদিকে, ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে একদিনে ৫০ হাজার রোগী শনাক্তের রেকর্ড গড়েছে কর্ণাটক। এর আগে শুধু মহারাষ্ট্রেই একদিনে এত বেশি রোগী পাওয়া গিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পাঁচটি রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তর প্রদেশে মারা গেছেন ৩৫৭ জন, কর্ণাটকে ৩৪৬ জন, পাঞ্জাবে ১৮২ জন, হরিয়ানায় ১৮১ জন এবং তামিলনাড়ুতে ১৬৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯২০ জন। এই পরিসংখ্যানসহ দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজার ১৬৮ জন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত