ভারতে করোনাভাইরাস অতিমারির তৃতীয় ঢেউ ‘অনিবার্য’: আইএমএ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৮:৩৩ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৬

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস অতিমারির তৃতীয় ঢেউ কেউ আটকাতে পারবে না। তা ‘অনিবার্য’ বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

সোমবার একটি প্রেস বিবৃতিতে ‘আইএমএ’ জানিয়েছে, ‘গোটা বিশ্বের পরিস্থিতি এবং অতিমারির ইতিহাস থেকে দেখা যাবে, কোভিডের তৃতীয় ঢেউ অনিবার্য। তা কেউ আটকাতে পারবে না। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এমন বহু ছবি উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, কোভিড বিধি না মেনেই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ। সে ব্যাপারে কোনওরকম সরকারি পদক্ষেপ চোখে পড়ছে না।’

‘আইএমএ’র পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ‘ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা, ধর্মীয় সমাবেশ সবই জরুরি। কিন্তু এ সবের জন্য আর কয়েকটি মাস অপেক্ষা করাই যায়। টিকাকরণ ছাড়াই জনসমাবেশে অনুমতি দেওয়া হলে তা তৃতীয়  ঢেউকে নিশ্চিতভাবে ত্বরাণ্বিত করবে। আগামী দু/তিন মাসের মধ্যেই তা আছড়ে পড়বে। এ সময়ে আমাদের আরও সচেতন হওয়া জরুরি।’

‘আইএমএ’র মতে এই পরিস্থিতিতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই মর্মে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলোর কাছে তারা আবেদন জানিয়েছে। এই সঙ্কটময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসন এবং জনসাধারণের পক্ষ থেকে যে অসতর্কতার ছবি উঠে আসছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন আইএমএ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত