ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ২১, একই পরিবারের ৯ জন আক্রান্ত
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২১, ১০:৪১ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে একই পরিবারের নয় জন করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছে। এবং ভারতে পর্যন্ত মোট ২১ জন ওমিক্রনে আক্রান্ত শনাক্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
জানা গেছে, জয়পুরের এক পরিবারের চার সদস্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। ওই পরিবারের আক্রান্ত নয় জনের মধ্যে দুটি শিশু রয়েছে বলেও জানা গেছে। রাজস্থানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশু দুটির বয়স যথাক্রমে সাত ও ১২। আপাতত ওই পরিবারের সদস্যদের রাজস্থান ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এ ভর্তি করা হয়েছে।
রাজস্তানের ওই পরিবারের কয়েকজন সদস্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর তাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়। এর পরই জানা যায়, তাঁরা ওমিক্রনে আক্রান্ত। ওই পরিবারের নয় জনের সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা করে রাখা হয়েছে।
রাজস্থানের স্বাস্থ্যসচিব বৈভব গালরিয়া জানিয়েছেন, পরিবারটি সিকর জেলার অজিতগড়ের। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা গেছে। তাঁদেরও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ ছাড়া মহারাষ্ট্রে আরও সাত জন ওমিক্রনে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। ফলে মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত বেড়ে দাঁড়াল আট জনে। এর মধ্যে পুনেতেই রয়েছেন ছয় জন।
ভারতের করোনার দ্বিতীয় ঢেউতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মুম্বাই। ফলে সেখানে এখনও আতঙ্কের রেশ রয়েছে। চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন—ওমিক্রন ভ্যারিয়্যান্ট ছড়াতে পারে দ্রুতগতিতে।
ভারতের স্বাস্থ্য দপ্তর অবশ্য জানাচ্ছে—এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে, এরই মধ্যে ভারতেরর বহু মানুষ মাস্ক পরা ছেড়েছেন। কোভিড বিধি পালন করা হচ্ছে না বহু জায়গায়। এমনটা চলতে থাকলে বড় বিপদ আসতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা।
ভারতের এরই মধ্যে কর্ণাটক, গুজরাট, রাজস্থান, মুম্বাই ও দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত