ভারতের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১১:৫৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭

ভারতের প্রথম আদিবাসী ও সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি এনভি রমনা। খবর এনডিটিভির

স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ১০টায় শপথ বাক্য পাঠ করতে শুরু করেন দেশের দ্রৌপদী মুর্মু। এনডিএ প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মু বিরোধীদের সম্মিলিত প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে জয়ী হয়েছেন। তিনি ভারতের পঞ্চদশ প্রেসিডেন্ট।

শপথ নেওয়ার আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি প্রেসিডেন্ট ভবনে যান। সেখানে বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং তার স্ত্রী সবিতা কোবিন্দ দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান। পরে রামনাথ কোবিন্দ ও দ্রৌপদী মুর্মু একই সঙ্গে সংসদ ভবনে আসেন।

ভারতের প্রথম আদিবাসী এবং দ্বিতীয় নারী হিসেবে ভারতের শীর্ষ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে ইতিহাস রচনা করেছেন ৬৪ বছরের দ্রৌপদী।

দ্রৌপদী ভারতের ওড়িশা রাজ্যের সাওতাল পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে স্বামী এবং দুই ছেলেকে হারিয়েছেন দ্রৌপদী। একটি মেয়ে রয়েছে তার। রাজনীতিতে আসার আগে তিনি একটি স্কুলের শিক্ষক ছিলেন। ১৯৯৭ সালে বিজেপির হয়ে ওড়িশার রায়রংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হন তিনি।

এরপর ২০০০ এবং ২০০৪ সালে বিধানসভা নির্বাচনে জিতে তিনি নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি-বিজেপি সরকারের মন্ত্রী হন। প্রথম দফায় তিনি সরকারের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন। পরে তিনি পরিবহন, পশুপালন, মৎস্য দপ্তরও সামলান। ২০১৫ সালে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল হিসেবে তিনিই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত