ভারতের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ  শুরু বাংলাদেশের যুবাদের 

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৯ |  আপডেট  : ১৫ জুন ২০২৪, ০৩:১১

হার দিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছে বাংলাদেশের যুবারা। শনিবার (২ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ও ভারত উভয় দলই আক্রমণ ও বল পজিশনে সমান সমান ছিল। দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত গোলশূন্য শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। 
 
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ভারত। ৭২ মিনিটে বক্সের একটু সামনে থেকে ফ্রি কিক পায় ভারত। সেই ফ্রি কিক ক্রসবারে লাগায় গোল বঞ্চিত হয় ভারত। তবে ম্যাচের ৭৪ মিনিটেই গোলের দেখা পায় ভারত। থুঙ্গাম্বা সিং উসাম গোল করে এগিয়ে দেয় দলকে।

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশের যুবারা। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত