ভারতের উত্তর প্রদেশে ভিডিওতে ধরা পড়ল নদীতে লাশ ফেলার দৃশ্য!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২১, ১৭:৪৪ |  আপডেট  : ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮

ভারতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার মর্মান্তিক দৃশ্য ভিডিও চিত্রে ধরা পড়েছে। আজ রোববার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনাটি ঘটেছে ২৮ মে ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলায়। নদীর ওপরে থাকা সেতু দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় লোকজন মরদেহ নদীতে ফেলে দেওয়ার চেষ্টার দৃশ্য ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, নদীতে ফেলার জন্য দুই ব্যক্তি মরদেহটি সেতুর রেলিংয়ে তুলছেন। দুই ব্যক্তির মধ্যে একজনের পরনে ছিল পিপিই। রেলিংয়ের ওপর তোলার পর পিপিই পরা ব্যক্তি সম্ভবত মরদেহটি ব্যাগ থেকে বের করার চেষ্টা করছিলেন।

বলরামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পরে নিশ্চিত করেন, মরদেহটি করোনায় মৃত এক ব্যক্তির। তাঁর স্বজনেরা লাশটি নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। পরে লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় স্বজনদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বলরামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ভিবি সিং বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই রোগী ২৫ মে হাসপাতালে ভর্তি হন। তিনি ২৮ মে মারা যান। করোনার প্রটোকল অনুযায়ী, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। স্বজনেরা মরদেহটি নদীতে ফেলে দেন।

এ ঘটনায় মামলা করা হয়েছে জানিয়ে বলরামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চলতি মাসের শুরুর দিকে গঙ্গা নদীর বিহার ও উত্তর প্রদেশ অংশে শত শত লাশ ভাসতে দেখা যায়। এ ছাড়া গঙ্গার তীরে বালিতে অনেক লাশ চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। এসব লাশ করোনায় মারা যাওয়া ব্যক্তিদের বলে ধারণা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত