ভারতের আসামে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু
প্রকাশ: ১৫ মে ২০২১, ০৯:৫৪ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩
ভারতের আসামে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু হয়েছে। বজ্রপাতে একসঙ্গে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় বন কর্মকর্তারা। বুধবার (১২ মে) আসামের নওগাঁ জেলার কাথিয়াটোলি রেঞ্জে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে একটি ছোট টিলার পাশে ১৮টি হাতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন ওই এলাকায় ব্যাপক বজ্রপাত হচ্ছিল বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ওই রেঞ্জের বন দফতরের প্রধান অমিত সহায় জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায়। জঙ্গলের অনেক গভীরে হওয়ায় সেখানে পৌঁছাতে বনকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। হাতিগুলো দুটো দলে বিভক্ত ছিল। তাদের মধ্যে ১৪টি হাতি মৃত অবস্থায় পাহাড়ের ওপর পড়ে ছিল। বাকি চারটির মৃতদেহ পাওয়া গেছে পাহাড়ের নিচের অংশে।
তিনি বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। বজ্রপাতে মৃত্যু হয়েছে কি-না তা খতিয়ে দেখতে হবে। তবে আমরা হাতিগুলোর অন্য কোনো কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কোনো প্রমাণ এখনও পাইনি। মৃত হাতিগুলোর শরীরে কোনোরকম ক্ষতচিহ্ন ছিল না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত