ভারতেও এবার ওমিক্রনের হানা
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২১, ১৮:৫৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:১৩
এবার ভারতেও হানা দিয়েছে করোনাভাইরাসের বহু রূপান্তরিত ধরন ‘ওমিক্রন’। আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতে প্রথমবারের মতো দু’জনের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লাভ আগারওয়াল বলেছেন, ‘ভারতে প্রথম যে দুইজনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তারা কর্ণাটকের বাসিন্দা। তাদের বয়স যথাক্রমে ৬৬ এব ৪৬ বছর।’ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তাদের পরিচয় এখন প্রকাশ করা হবে না বলে জানান তিনি।
ভারতের এই যুগ্মসচিব বলেছেন, ‘ওমিক্রন আক্রান্ত দুইজনের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে শনাক্তের পর করোনা পরীক্ষা করা হয়েছে। আগারওয়াল বলেছেন, ‘ওমিক্রন শনাক্তকরণে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু সচেতনতা একেবারে জরুরি। কোভিড-১৯ আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করুন এবং জনসমাগম এড়িয়ে চলুন।’
সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর ইউরোপ, অ্যামেরিকা ও এশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনার এই ধরনটি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত