ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মিছিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৫১

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মিছিল করছেন পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। মিছিল শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দেবেন তারা। বুধবার সকাল ১১টা ২০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্স গেটের সামনে থেকে এ মিছিল শুরু হয়।

দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে, তা কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। তাঁরা বলছেন, ভারত উসকানিমূলক প্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা চালাচ্ছে, তা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। 

আজ বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। মিছিলটি শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক নিরাপত্তাব্যবস্থা দেখা যায় । 

মিছিল বক্তারা বলেন, ধর্মকে ব্যবহার করে ভারত নানাভাবে উসকানি দিচ্ছে, এদেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ। দেশটির কোনো ষড়যন্ত্র আর কাজে আসবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। 

মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত