ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৮:৩৮ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৩৭
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৪৭ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে নেমে ৩৮ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ১৪৬ রান করে রোহিত শর্মার দল।
বৃহস্পতিবার টসে জিতে স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। ব্যাট করতে নেমে ইংলিশদের কোনো ব্যাটারই সঠিকভাবে দাঁড়াতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে তাদের। মইন আলি সর্বোচ্চ করেন ৪৭ রান। ডেভিড উইলি করেন ৪১ রান। জনি বেয়ারেস্টো করেন ৩৮ রান। লিয়াম লিভিংস্টোন করেন ৩৩ রান। ২১ রান করেন বেন স্টোকস। ২৩ রান করেন জেসন রয়। একপর্যায়ে ৪৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে স্বাগতিকরা।
ভারতের হয়ে ইয়ুজবেন্দ্র চাহাল ৪ উইকেট পেয়েছেন। জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া নিয়েছেন ২টি করে উইকেট। মোহাম্মদ শামি এবং প্রাসিদ কৃষ্ণা একটি করে উইকেট পেয়েছেন।
জবাব দিতে নেমে শুরুতেই ১০ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরত যান অধিনায়ক রোহিত শর্মা। এরপর ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ভারত। লেগ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হয়েছেন শিখর ধাওয়ান (৯), ঋষভ পন্থ (০) ফিরেছেন ফুলটস বলে ক্যাচ তুলে দিয়ে।
আরও একবার ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ৩টি চার মারলেও ২৫ বলে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে করেন দুজন, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। ইংলিশদের পক্ষে ৯ ওভার ৫ বলে ২৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন রেসে টপলে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত