ভারতকে হারালো পাকিস্তান
প্রকাশ: ৭ অক্টোবর ২০২২, ১৯:১০ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:২৬
আগের ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ালো আনপ্রেডিক্টেবলরা, সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চাপের ম্যাচ জিতে!
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে ১৩৭ রানের পুঁজি নিয়েও ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ম্যাচটি তারা জিতেছে ১৩ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে নিদা দারের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। নিদা ৩৭ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় খেলেন ৫৬ রানের ঝড়ো ইনিংস। ৩৫ বলে ৩২ করেন অধিনায়ক বিসমাহ মারুফ।
ভারতের দীপ্তি শর্মা ২৭ রানে নেন ৩টি উইকেট। ২৩ রানে দুটি উইকেট শিকার পূজা ভাস্ত্রাকরের।জবাবে ইনিংসের ২ বল বাকি থাকতে ১২৪ রানেই থামে ভারতের মেয়েরা। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হারমানপ্রিত কাউরের দল।
তবে শেষদিকে খেলা জমিয়ে তুলেছিলেন উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। ১৩ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৬ করা এই ব্যাটারকে ফেরান সাদিয়া ইকবাল, ইনিংসের ৯ বল বাকি থাকতে। এরপর আর কিছু করতে পারেনি ভারত।সাদিয়া আর নিদা দার নেন ২টি করে উইকেট। নাসরা সান্ধু ৩ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৩০ রান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত