ভারতকে পেছনে ফেলল পাকিস্তান
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ১১:০৭ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০০:৪২
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভালোভাবে ম্যাচে ছিল বাংলাদেশ। লিড নিয়ে যখন দ্বিতীয় ইংনিসে ব্যাট করতে নামল, তখন ঘটল বিপত্তি। তবু চতুর্থ ইনিংসে টার্গেট ২০০ রানের বেশি হওয়ায় অনেকে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করেছিলেন।
কিন্তু পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিকের দৃঢ়তায় তাও হলো না। ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল। আর এতেই সুখবর মিলল পাকিস্তানের। তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছে।
এক সিরিজ খেলে পয়েন্টের শতকরা হারে এগিয়ে রয়েছে শ্রীলংকা। তাদের পয়েন্ট ১২। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ২৪। তারা খেলছে দুটি সিরিজ। এর মধ্যে দুটি ম্যাচে জিতেছে। তাদের শতকরা হার ৬৬.৬৬। অন্যদিকে ভারতও খেলছে দুটি সিরিজ। তাদের পয়েন্ট ৩০। কিন্তু শতকরা হার ৫০ হওয়ায় তারা র্যাং কিংয়ে তৃতীয় স্থানে চলে গেছে।
র্যাংকিংয়ে চতুর্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজ, পঞ্চম স্থানে নিউজিল্যান্ড। এর পরে রয়েছে ইংল্যান্ড। র্যাংকিংয়ে সবার শেষে রয়েছে বাংলাদেশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত