বড় লাফ দিয়েছে আফগানিস্তান

ভারতকে টপকে দুইয়ে পাকিস্তান, অপরিবর্তিত বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১৬:৫৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯

টেস্ট ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছিল ভারত। ওয়ানডে সংস্করণে সেটি হলো না। তাদের এক ধাপ নিচে নামিয়ে দিল পাকিস্তান। শীর্ষস্থানে অবশ‍্য কোনো পরিবর্তন আসেনি। 

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি বৃহস্পতিবার র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে। সেরা তিন দলের মধ্যে স্রেফ ৩ পয়েন্টের ব্যবধান! 

১১৮ রেটিং নিয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া। পাকিস্তান ১১৬ নিয়ে উঠেছে দুইয়ে। তিনে নেমে যাওয়া ভারতের ঝুলিতে ১১৫ রেটিং পয়েন্ট। বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। 

বার্ষিক হালনাগাদের আগে ১১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। ভারত ও পাকিস্তানের সঙ্গে ভগ্নাংশের ব্যবধান ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যা কিছুটা বাড়লেও তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে এশিয়ার দুই পরাশক্তি।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের সৌজন্যে ভারতকে টপকেছে পাকিস্তান। শেষ ম্যাচটি না হারলে হালনাগাদের পর অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষে থাকতে পারত তারা।

র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে ২০২২ সালে মে মাস থেকে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।

এতে ২০১৯ সালের ইংল্যান্ড সফরে পাকিস্তানের ৪-০ পরাজয় বিবেচনার বাইরে চলে গেছে। একইসঙ্গে ২০২১ সালের ৩-০ ব্যবধানে হেরে যাওয়া সিরিজের পারফরম্যান্স বিবেচনায় এসেছে ৫০ শতাংশ। 

ভারতের ক্ষেত্রে চলতি বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয় বড় প্রভাব ফেলেছে।

পরিবর্তন এসেছে পরের দুইটি স্থানেও। ইংল্যান্ডকে [১০১] টপকে চারে উঠেছে নিউ জিল্যান্ড [১০৪]। নিজেদের র‍্যাঙ্কিং থেকে ১০টি রেটিং পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। তাদের ২০১৯ সালের বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনার বাইরে চলে গেছে। 

ষষ্ঠ ও সপ্তম অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১০১ রেটিং নিয়ে ছয়ে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরির আশা জাগানো বাংলাদেশ ৯৭ রেটিং নিয়ে আছে সাতে। 

বড় লাফ দিয়েছে আফগানিস্তান। ১৭ রেটিং পয়েন্টের উন্নতিতে ৮৮ রেটিং নিয়ে আটে উঠেছে তারা। ৬ রেটিং হারিয়ে ৯-এ নেমেছে শ্রীলঙ্কা [৮০]। নিজেদের রেটিং ধরে রাখা ওয়েস্ট ইন্ডিজ (৭২) এখন দশে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত