ভারতকে ইনিংস হারের লজ্জা দিয়ে সমতায় ইংল্যান্ড
প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ২০:০৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:২৭
লিডস টেস্টে দাপুটে পারফরম্যান্সে লর্ডসের ব্যর্থতা ভুলল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে ইনিংস ও ৭৬ রানে জয় তুলে নিল স্বাগতিকেরা। সেটাও দেড় দিন সময় হাতে রেখে। জো রুটদের এই জয়ের সুবাদে সিরিজে ফিরল ১-১ সমতা।
আগের দিন ৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত লড়াইয়ের বার্তা দিয়েছিল। ২ উইকেটে ২১৫ রান নিয়ে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। কিন্তু ওলি রবিনসনের বোলিংয়ে ভেঙে পড়ল দলটির সব প্রতিরোধ।
সকালের সেশনেই ২৭৮ রানে গুটিয়ে গেল বিরাট কোহলির দল। অর্থাৎ ৮ উইকেট হারিয়ে এদিন আর ৬৩ রান যোগ করতে পেরেছে দলটি। ৬৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী পেসার রবিনসন।
এর আগে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। পরে জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪৩২ রানের পুঁজি গড়ে।
শুক্রবার রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার ব্যাটে প্রথমে প্রতিরোধ গড়ে ভারত। রোহিত ৫৯ রানে ফিরলেও অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আরো একটি ভালো জুটি গড়ে উঠে পূজারার।
কিন্তু এদিন পূজারা আগের দিনের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি। ব্যক্তিগত ৯১ রানেই ফিরে যান তিনি। ৪৫ রান নিয়ে দিন শুরু করা কোহলি ফেরেন ব্যক্তিগত ৫৫ রানে। দুজনই শিকার হন রবিনসনের।
এরপর ভারতীয় ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। লাঞ্চের ১৫ মিনিট আগেই তাদের গুটিয়ে যায়।
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে জো রুটের এটি রেকর্ড ২৭তম টেস্ট জয়। রেকর্ড গড়া সেই জয়ে সেঞ্চুরিতে বড় অবদান রুটের। তবে দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়ে ওলি রবিনসন হয়েছেন ম্যাচসেরা।
ওভালে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। পঞ্চম ও শেষ টেস্ট হবে ওল্ড ট্রাফোর্ডে, ১০ সেপ্টেম্বর থেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত