ভাটরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিতরণ
প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ১৮:৫৬ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০০:১৪
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে কোভিড-১৯ এর দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় এ টাকা বিতরণ করেন ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী।
এ সময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা ইমান আলী, ইউপি সদস্য সাজেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম জুয়েল, বেদেনা আকতার ও জাহানারা বেগম প্রমুখ। ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের হতদরিদ্র মানুষের জন্য এ অর্থ বরাদ্দ করে। আমি তা বিতরণ করলাম। তিনি আরো বলেন, আমরা ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে আসছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত