ভাঙ্গায় সংঘাত ছেড়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী
প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৬:২২ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের পাথরাইল ও কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের কয়েক হাজার জনগন দীর্ঘ্যদিনের সংঘাত ছেড়ে পুলিশের নিকট বিপুল পরিমান দেশীয় অস্ত্র জমা দিয়েছেন।গতকাল বিকালে উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে শত শত মানুষ,পুলিশ,জনপ্রতিনিধি,সাংবাদিকদের উপস্থিতিতে দেশীয় অস্ত্রগুলো জমা দেওয়া হয়।
ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম) এর অনুরোধে স্থানীয় আজিম নগর ইউনিয়ন পরিষদ চত্বরে ঢাল,কাতরা,বল্লম,টেটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র তারা ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এতে যুগ যুগ ধরে চলা এলাকার দীর্ঘ্যদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হল। প্রায় এক যুগ ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিদ্বন্দী গ্রামগুলোতে দ্বন্দ-সংঘাত চলে আসছে।
এলাকার প্রায় ৫/৭ টি গ্রামের যুবক থেকে শুরু করে বিপুল সংখ্যক লোক মাদক,মোবাইল বিকাশ প্রতারনার সাথে জড়িয়ে পড়েছে। অনেকেই প্রতারনার মাধ্যমে বিশাল বিত্ত-বৈভবের মালিক হয়েছে। এলাকার বেশীর ভাগ প্রভাবশালীর সন্তানরাই এতে জড়িয়ে পড়েছে। এলাকার দ্বন্দ-সংঘাত জিইয়ে রাখতে ওই সব অবৈধ অর্থ বিরাট ভ’মিকা রাখে। সম্প্রতি এলাকার জসিম মাষ্টারকে প্রতিপক্ষরা মারধোর করে। এ নিয়ে এলাকায় উপজেলা চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার জন্য সালিশ-বৈঠক হয়। এতে তুচ্ছ ঘটনার জেরে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। টনক নড়ে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের।
পুলিশ সুপার আলীমুজ্জামান(পিপিএম),উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান,ভাঙ্গা থানা পুলিশ হস্তক্ষেপ করেন। অবিলমে¦ সংঘাত বন্ধ না করলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারা। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এস হাবিবুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান,এস.আই আবুল কালাম আজাদ, ইউ,পি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবৃন্দ ।
সভায় উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বলেন, এলাকার প্রত্যেক অবিভাবকদের প্রতি অনুরোধ যদি নিজ নিজ সন্তানদের বিকাশ প্রতারনা থেকে ফিরিয়ে না আনলে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান বলেন, বিকাশ প্রতারনা ও দেশীয় অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য ৭ দিনের সময় দেওয়া হলো। যদি আপনারা সুপথে ফিরে না আসেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত