ভাঙ্গায় মৎস্যজীবিদের মাঝে বৈধ জাল বিতরণ
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১২:১৬ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৩০
ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ বেড় জাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পেশাজীবি মৎস্যসজীবিদের মাঝে এসব জাল বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন,কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন,সংশ্লিষ্ট কর্মকর্তা জর্মচারীবৃন্দ।
মৎস্যজাল বিতরণকালে উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বলেন, মাছের বংশ বৃদ্বি ও বংশ রক্ষার্থে জেলে সহ সবার সচেতন হতে হবে। অপরিকল্পিতভাবে মাছ নিধন করলে এক সময় জলাশয়গুলো মাছশুন্য হয়ে পড়বে। এতে আমাদের আমিষের ঘাটতিসহ জেলেদের জীবনমান বিপর্যস্ত হয়ে পড়বে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত