ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংকের ক্ষতিগ্রস্থদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:১৭ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৭:২৪
ফরিদপুরের ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংক মালীগ্রাম শাখার উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাংকের সেমিনার কক্ষে ১৩২ জন সদস্যের মাঝে জ¦র পরিমাপ যন্ত্র,জীবানু নাশক ক্রীম,ডেটল,স্যালাইন,জীবন রক্ষাকারী ওষুধ,মাস্কসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, প্রত্যেক মানবিক কাজের সাথে প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিৎ। মানুষের সেবা দৌরগোড়ায় পৌছে দিতে সবার প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ অসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক স্থানীয় শাখা ব্যবস্থাপক আশিষ কুমার, এজন্ট ব্যাংক স্বত্ত্বাধীকারী আতিয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত