ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ: ২ জুন ২০২১, ২০:০৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৩
ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাবার হোটেল ও কসমেটিক্সের দোকানে অর্থ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের পৌর বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ভোক্তা অধিকার আইনের আওতায় উপজেলা সদরের পৌর বাজারের হোটেল ও কসমেটিক্সের দোকানে অর্থ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, হোটেল ও কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠানে অপরিষ্কার,বাসিখাবার ও মেয়াদ উত্তিন্ন কসমেটিক্স দোকানে রাখার জন্য জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত