ভাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস পালিত
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১৮:৩৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪
‘‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তারা খাদ্য উৎপাদনে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ ,সফলতা,নিরাপদ খাদ্য উৎপাদনে প্রতিবন্ধকতা,ঝড়-জঞ্জা মোকাবেলায় খাদ্য উৎপাদন ও করনীয় সম্পর্কে আলোকপাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোল্লা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি অফিসার সুদর্শন শিকদার, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী , আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম,নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম,খাদ্য কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ আশংকাজনকভাবে বেড়ে গেছে। পরিবেশের বিরুপ প্রভাবে খাদ্য উৎপাদনও হুমকির সম্মুখীন। দেশের জনসংখ্যা বৃদ্বির সাথে নতুন প্রযুক্তির মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এজন্য কৃষি বিভাগ কৃষকদেরকে উদ্বুদ্ধকরন ও আধুনিক টেকসই কৃষি উন্নয়নে সচেতন করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত