ভাঙ্গায় বিপুল পরিমান চায়না দুয়ারি জাল জব্দ-জরিমানা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১৯:২৭ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১২:৪০
ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ব চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের পরিমান ৫০০০ হাজার মিটার হবে বলে ধারনা করা হচ্ছে। ।
ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকতা দেবলা চক্রবর্তী জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা বাজারের কয়েকটি দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেন । পরে জব্দকৃত জালগুলো ভস্মীভুত করা হয়। জনস্বার্থে এ অভিযান চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত