ভাঙ্গায় বিপুল পরিমান কারেন্ট ও বেড জাল জব্দ 

  মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ 

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫১ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ব কারেন্ট ও বেড জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের পরিমান ১০ হাজার মিটার হবে বলে ধারনা করা হচ্ছে। 

  ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকতা দেবলা চক্রবর্তী জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করি। বিভিন্ন বাজার থেকে কারেন্ট জাল ও তুজারপুর বিল থেকে ২ হাজার মিটার বেড জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো  ভক্ষীভুত করা হয়। এরআগে গতকাল সকালে আর দুইদোকানে অভিযান পরিচালনা করে প্রায় আনুমানিক ১ লক্ষ টাকার অবৈধ্য কারেন্ট জাল জব্দ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত