ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১০:০০
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার বিকেলে উপজেলা মিলনায়তনে কেক কেটে চার বারের লাল সবুজের সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ।
পরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ খানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন স¤পাদক আকরামুজ্জামান রাজা মিয়ার সার্বিক তত্ত¡াবধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগৈর সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আরজু, মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, দপ্তর স¤পাদক সিএম শামীম,আসাদুজ্জামান পারভেজ,মোঃ দেলোয়ার হোসেন, যুবলীগ সভাপতি মামুন অর রশিদ, সাধারন স¤পাদক শেখ শাহিন,ছাত্রলীগ সাধারণ স¤পাদক খায়রুল ইসলাম, আমীন,কাউলিবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর মোশাররফ হোসেন, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস মাতুব্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন স¤পাদক আকরামুজ্জামান রাজা মিয়া বলেন,আজ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আমরা শপথ করলাম আমরা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজি জাফর উল্ল্যাহর হাতকে শক্তিশালি করতে কাজ করব,ভাঙ্গায় সুশাসন ফিরিয়ে আনব ইনসআল্লাহ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত