ভাঙ্গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালিত

  মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১৮:৫৫ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০০:৩২

ফরিদপুরের ভাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে  মুক্তিযুদ্বে বীর শহীদদের স্মরনে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে  পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠন,বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুস্প স্থবক অর্পন রাজনৈতিক,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুস্প স্থবক অর্পণ করেন। পরে  ডাঃ কাজী আবু ইউসুফ ষ্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে পুলিশ-আনসার ,স্কুল কলেজের শিক্ষার্থীদের  উদ্যোগে মনোগ্ধ কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শণ, এবং পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা,বীর মুক্তিযোদ্বাদের সংবর্ধণা প্রদান  করা হয়।   

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী,থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্বা কমান্ডার আবুল বাশার মাতুব্বর,ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা,মাহবুব হোসেন মোতালেব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত