ভাঙ্গায় নতুন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সজিব আহমেদের যোগদান
প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ১৬:১০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:১৭
ফরিদপুর জেলার ভাঙ্গায় নতুন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সজিব আহমেদ যোগদান করেছেন। বুধবার (০৭ মার্চ) সকালে উপজেলা নির্বাহি অফিসার আজিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে নতুন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সজিব আহমেদকে বরন করে নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান(আল হাবিব)। উপজেলা মৎস কর্মকর্তা দেবলা চক্রবর্তী , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আসলাম সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী , মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শি¶ক, সুধী সমাজ।
নতুন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সজিব আহমেদ বলেন ,সরকার আমাকে পাঠিয়েছেন আপনাদের সেবা করতে।আমি জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশ মেনে কাজ করে যাব।সর্বোপ্রথম আমি ভাঙ্গা ভূমি অফিসকে দূর্ণীতিমুক্ত করব।মাদক,বাল্যবিবাহ, অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে আমার অভিযান চলবে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ত করেন উপজেলা নির্বাহি অফিসার আজিম উদ্দিন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত