ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৫:৫০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:১২
‘বেশী বেশী মাছ চাষ করি,বেকারত্ব দুর করি’’-এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে আমিষের ঘাটতি মেটাতে মৎস্য সম্পদ সংরক্ষন, মাছের উৎপাদন বৃদ্বিকল্পে মৎস্যচাষীদের উন্নত প্রশিক্ষন সহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। এতে ২৮ আগষ্ট থেকে ৩ আসেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের ন্যায় ভাঙ্গায় সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ বিষয়ে নানা কর্মসূচী পালনের সিদ্বান্ত গৃহীত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত