ভাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ: ২৯ মে ২০২১, ১৬:২৯ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সালে আহমদ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তি ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের চৌধুরিকান্দা গ্রামের বাসিন্দা।
ভাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাব- ইন্সপেক্টর আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ভাঙ্গা উপজেলার চৌধুরি কান্দা গ্রামে সালে আহমদের বাড়িতে অভিযান চালান।
এ সময় ঐ গ্রামের মাদক কারবারি সালে আহমদকে আটক করেন। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গাঁজাসহ তাকে ভাঙ্গা থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত