ভাঙ্গায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ১৫:৫৯ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০২:১২
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার চাঁদনী সিনেমা হল মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১২ টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের সহস্রাধিক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন হাওলাদারের সভাপতিত্বে সাধারন স¤পাদক আকরামুজ্জামান রাজা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আব্দুল ওয়াদুদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ খান,মোঃ জাকির হোসেন,ফজলুর রহমান চান মিয়া,দিপক মজুমদার,সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক অপু, সাংগঠনিক স¤পাদক শরীফুজ্জান শরীফু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান,যুবলীগ সভাপতি মামুন অর রশিদ, সাধারণ স¤পাদক শেখ শাহীন, সাবেক জেলা পরিষদ সদস্য এডভোকেট সায়েদী গামাল লিপু,স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যান স¤পাদক মেহেদী হাসান লিটু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তী, ছাত্রলীগ সাধারণ স¤পাদক খায়রুল ইসলাম প্রমূখ। সভায় তৃনমুলের বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবুল হাসেম খান,মিয়া ইমরান হোসেন খোকা, বীর মুক্তিযোদ্বা মীর হাসমত আলী , আসলাম খান,মজিবর রহমান,মীর মোশাররফ হোসেন,কাওসার আহমেদ, জাহিদ হাওলাদার বাহার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত