ভাইয়ের দোয়া অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে বোনের মৃত্যু

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ২০:১৬ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:০৯

বাগেরহাটের মোল্লাহাটে ভাইয়ের দোয়া অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় রানী বেগম (৬৫) বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (২৪ অক্টোবর) খুলনা-মাওয়া মহাসড়কের দেড়বোয়ালিয়া রহিমা ফিলিং স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল  দুই ব্যক্তি আহত হয়েছেন।

নিহত রানী বেগম খুলনা জেলার  পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের রুহুল আমীনের স্ত্রীআহতরা হলেন, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর এলাকার হায়দার চান চৌধুরীর ছেলে মোটরসাইকেল চালক ফরহাদুননবী চৌধুরী(৫০) এবং চাদেরহাট এলাকার রেজাউলের ছেলে হ্রদি(১৮)।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) মো. আবুল খায়ের বলেন, নিহত ওই নারী মোল্লাহাট উপজেলার দ¶িন গাড়ফা  গ্রামে ছোট ভাইয়ের দোয়া অনুষ্ঠানে আসেন। সকালে বাড়ি ফেরার জন্য মহাসড়কের পাশে যানবাহনের জন্য দাড়িয়ে থাকে রানী বেগম।  এসময় একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলকে ধাক্কা দিলে সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রানী বেগমের গায়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই রানী বেগম মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহতের ভাই আবুল খায়েরের নিকট হস্থান্তর করেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত