ভয়াবহ দুঃশাসনে ক্ষিপ্ত জনগণ এখন জীবন–মরণ প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমে এসেছেন: রিজভী
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১৯:০১ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়াবহ দুঃশাসনে ক্ষিপ্ত জনগণ এখন জীবন–মরণ প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমে এসেছেন। নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আগে জনগণ ঘরে ফিরবে না।
আজ শুক্রবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন, অপহরণ ও গুম করে দেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে। এসবের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচন একতরফাভাবে করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার। কিন্তু এটি এবার সম্ভব নয়।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে যুবদল নেতা রেজাউল কবির পলকে গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে গেছে অভিযোগ করে রিজভী আরও বলেন, রেজাউল কবির পলকে দ্রুত পরিবারের কাছে ফেরত দিতে হবে। রেজাউল কবির পল নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার এবং দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের মহাসচিবসহ সব নেতাদের মুক্তির দাবিতে অবরোধ চলবে। গণতন্ত্রের বিজয় পতাকা উড্ডয়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত