ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সব ধরনের খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে- ফরিদা আখতার
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১৬:১০ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘কৃষিকে যতটা বড় করে দেখা হয়, মৎস্য ও প্রাণিসম্পদকে ততটা বড় করে দেখা হয় না। এখন থেকে যেন দেখা হয়, সে চেষ্টা থাকবে।’
রবিবার (১১ আগস্ট) প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
ফরিদা আখতার বলেন, ‘সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। পণ্যের দাম কমাতে এই সিন্ডিকেট ভাঙতে হবে।’
তিনি বলেন, ‘এই খাত থেকে যে খাবার ও পুষ্টি জনগণ পাবে, তা যেন নিরাপদ হয়, সে চেষ্টা থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সব ধরনের খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে।‘
এ খাতে কর্মসংস্থানকে বিশেষ করে নারীদের ও দরিদ্রদের কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার নিজ দফতরে পৌঁছালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত