বড় ভাইকে খুনের অভিযোগে বোদায় ছোট ভাই গ্রেফতার

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:১৮

পঞ্চগড়ের বোদা উপজেলায়  বড় ভাই দানেশ রহমানকে খুনের অভিযোগে ছোট ভাই আবু বক্কর সিদ্দিককে জেল হাজতে পাঠিয়েছে আদালত।রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক জামাল হোসেন বলেন,বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় জমি সংক্রান্ত জেরে মৃত খতিরউদ্দীনের ছেলে দানেশ রহমান কে তার সৎভাই  আবু বক্কর সিদ্দিক কুড়াল ও ধারালো ছুরি দিয়ে গুরুতর আঘাত করে।পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ছেলে আহসান হাবীব বাদী হয়ে বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান,হত্যাকান্ডে ব্যবহৃত কুড়াল ও ধারালো ছোড়া আলামত হিসেবে জব্দ করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ঘটনার দিন আসামী তার বাড়ি থেকে একটি কুড়াল ও একটি ধারালো ছুরি নিয়ে দানেশ রহমানের বাড়িতে যায়।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত