বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মোহামেডানের ফুটবলাররা
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:১০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩
আগামীকাল ফেডারেশন কাপের দু’টি ম্যাচ। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ খেলার জন্য আজ ইতোমধ্যে মোহামেডান দল পৌঁছেছে।
গোপালগঞ্জ যাওয়ার পথে মোহামেডানের ফুটবলাররা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। খেলোয়াড়দের বহন করা টিম বাসের সামনের চাকা বিস্ফোরণ হয়। এতে ফুটবলারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো ফুটবলার আহত হননি, সকলেই অক্ষত রয়েছেন।
মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক গোপালগঞ্জ থেকে জানান, ‘পদ্মা সেতু হয়ে ভাঙা অতিক্রম করার পর টিম বাসের সামনের চাকা বিস্ফোরিত হয়। আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটেনি। চাকা বদলিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিকভাবেই ফুটবলাররা গন্তব্যে পৌঁছেছে।’
ক্লাবের নিজস্ব টিম বাসে যাচ্ছিলেন ফুটবলাররা। কোচিং স্টাফরা গিয়েছিলেন মাইক্রোতে। কোচিং স্টাফের গাড়ি এক ঘণ্টা আগেই গন্তব্যতে পৌঁছায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত