ব্রুনাইয়ের সুলতান ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে শেখ হাসিনার আম উপহার
প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ২১:২২ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম পাঠিয়েছেন। রোববার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জাকার্তার বাংলাদেশ দূতাবাস ইন্দোনেশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠানো এক হাজার কেজি আম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে হস্তান্তর করে।
প্রেসিডেন্ট সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অফিসার এ উপহার গ্রহণ করেছেন।
এদিকে ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু’ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম পাঠিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ব্রুনাইয়ের সুলতানকে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের এ আমগুলো ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আম উপহার পাঠিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত