ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত 

  শাহনাজ বেগম মুন্সীগঞ্জ হতে

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১৯:২৭ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯

"তুচ্ছ নয় রক্তদান
বাঁচতে পারে একটি প্রাণ 
যদি হই রক্তদাতা
 জয় করব মানবতা। "
এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন  মানবসেবা রক্তদান সংস্থা আয়োজন করে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং। 

২৩ মার্চ বুধবার সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাঠপাড়াস্থ ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। 

আগামী ২৮ মার্চ ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুস সাত্তার দেওয়ানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এর আয়োজন করে মানবসেবা রক্তদান সংস্থা। 

ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগমের সার্বিক তত্বাবধানে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং পরিচালিত হয়।  

এসময় ক্যাম্পিং এ মানবসেবা রক্তদান সংস্থার সভাপতি জাকিয়া বিনতি,  শহিদ আফ্রিদি,  রাজ দেওয়ানসহ মানবসেবা রক্তদান সংস্থার অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ,   ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলের  ছাত্র ছাত্রী,  শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।  

প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রীর ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও  শিক্ষক ও অভিভাবকবৃন্দের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত