ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ মে ২০২৪, ১১:১১ |  আপডেট  : ১৫ মে ২০২৪, ০৪:৫৪

ব্রিটে‌নের স্থানীয় সরকার নির্বাচ‌নে সদ্য ঘো‌ষিত ফলাফ‌লে মাত্র ১৯ বছর বয়সে স্বতন্ত্র কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দে‌খিয়ে‌ছেন ব্রিটিশ বাংলাদেশি ইসমাইল উদ্দীন।

শুক্রবার (৪ মে) ব্রিটে‌নের স্থানীয় স‌রকার নির্বাচ‌নের ঘো‌ষিত ফলাফ‌লে দেখা যায়, বড় দু‌টি রাজ‌নৈ‌তিক দল লেবার কনজারভে‌টিভসহ বি‌ভিন্ন রাজ‌নৈতিক দ‌লের প্রার্থী‌দের পেছ‌নে ফে‌লে ইসমাইল অন্যতম এলাকা ব্রাড‌ফোর্ডের বৌলিং অ্যান্ড বারকারন্ড ওয়ার্ডে নির্বা‌চিত হন তি‌নি।

বিজয়ী হওয়ার পর ইসমাইল উদ্দীন ব‌লেন, ব্রিটে‌নের বু‌কে বয়সে ক‌নিষ্ঠ স্বতন্ত্র কাউ‌ন্সিল‌র নির্বা‌চিত হ‌তে পেরে আমি ভোটার, তার প‌রিবার এবং আল্লাহ পা‌কের কা‌ছে কৃতজ্ঞ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত