ব্রিটিশ সেনারা ইউক্রেনে লড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১০:০০ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭

ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে এমন ‘সত্যিকারের হুমকি’ রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। তিনি বলেন, কোনো সংঘাতে লড়াই করতে ব্রিটিশ সেনাদের মোতায়েন করার ‘সম্ভাবনা নেই’। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে এবং নিষেধাজ্ঞাকে আরও ‘শক্তিশালী’ করছে, যাতে ক্রেমলিনঘেঁষা রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা ‘কোথাও লুকানোর’ পথ খুঁজে না পায়।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী ন্যাটো মিত্রদের আরও সহায়তাও দেবে যুক্তরাজ্য। এ সময় ট্রুস বলেন, যেকোনো হামলা ‘ইউরোপের জন্য ভয়াবহ’ হবে।

ইউক্রেনের সীমান্তে প্রায় এক লাখ সেনা, ট্যাংক, আর্টিলারি এবং মিসাইল জড়ো করেছে রাশিয়া। তবে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে হামলার কথা নাকচ করে দিয়েছে মস্কো। ইউক্রেনের সঙ্গে রাশিয়া এবং ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশের সীমান্ত রয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণ করতে পারে এমন ‘জোর সম্ভাবনা’ রয়েছে। বিবিসি ওয়ানের সানডে মর্নিং প্রোগ্রামে ট্রুস বলেন, তাকে বিরত থাকার আহ্বান জানাতে আমরা প্রতিরোধ ও কূটনীতির মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত