ব্রাজিল দলে দুই নতুন মুখ, ডাক পাননি দানি-হেসুস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৫

বিশ্বকাপের আগে চলতি মাসে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। দুই ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন দলের হেড কোচ তিতে। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গ্লেইসন ব্রেমার ও রজার ইবানেস।

তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ কিংবা আর্সেনালের হয়ে দারুণ খেলতে থাকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুসের। আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর অভিষেক হয়ে যেতে পারে দুই নতুন ডিফেন্ডার ব্রেমার ও ইবানেসের।


ফ্রান্সের স্তাদিও ওশেনে ২৩ তারিখ ঘানা ও প্যারিস সেইন্ট জার্মেইর হোম গ্রাউন্ড পার্ক দেস প্রিন্সেসে ২৭ তারিখ তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে অনুমিতভাবেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা ফুটবলারদের আধিক্য রয়েছে।

দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), আলেক্স তেলেস (সেভিয়া), দানিলো (জুভেন্টাস), গ্লেইসন ব্রেমার (জুভেন্টাস), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), ইবানেস (রোমা), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)


মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল ইউনাইটেড), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)

ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ম্যাথিউজ কুনহা (অ্যাটলেটিকো মাদ্রিদ), নেইমার (পিএসজি), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার) রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত