ব্রাজিলে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২৫
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:১৭
ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় রবিবার রাতের আধাঁরে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যটির অগ্নিনির্বাপক কর্মীদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।
বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) দূরে অগ্নিনির্বাপক কর্মীরা ২৫ জন নিহত হওয়ার খবরটি জানিয়েছে। ব্রাজিলিয়ান প্রেস রিপোর্ট অনুযায়ী, রবিবার রাতে দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাকটিকে আম ভর্তি নীল বাক্সে ভরা ছিল। দুর্ঘটনার পর সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকজন অগ্নি নির্বাপক কর্মীকে কাজ করতে দেখা গেছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জ্যাকোবিনার মেয়র সোমবার তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন।
ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। গত আগস্টে সাও পাওলোতে সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু ঘটে।
২০২২ সালের মার্চ মাসে দক্ষিণ ব্রাজিলের একটি মহাসড়ক থেকে একদল শ্রমিককে বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১০ জন নিহত হয়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত