ব্যালন ডি'অরে বর্ষসেরা গোলরক্ষক এমি মার্টিনেজ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১১:১০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪

ফ্রান্স ফুটবলের দেয়া বর্ষসেরা গোলরক্ষকের স্বীকৃতি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমি মার্টিনেজ। ব্যালন ডি অরের মঞ্চে এটিই তার প্রথম পা রাখা। আর তাতেই বাজিমাত করলেন এই আর্জেন্টাইন।

সেরা গোলরক্ষকের পুরস্কার হিসেবে সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে করা 'ইয়াসিন ট্রফি' পাচ্ছেন ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন।সোমবার ব্যালন ডি অরের ঝলমলে রাতে বর্ষসেরা গোলরক্ষক হিসেবে এমি মার্টিনেজের নাম ঘোষণা করা হয়।

বিশ্বকাপে তার দুর্দান্ত নৈপুণ্যে আর্জেন্টিনা পায় আরাধ্য বিশ্বকাপ শিরোপা। এছাড়া নিজ ক্লাব অ্যাস্টন ভিলাতেও তিনি ছিলেন দারুণ ফর্মে। পেয়েছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষকের সম্মান। এমি মার্টিনেজের ইয়াসিন ট্রফি পাওয়াটা তাই অনুমিতই ছিল।

ফুটবল বিশ্বে ব্যক্তিগত অর্জনের দিক বিবেচনায় সবচেয়ে বড় পুরস্কারের অন্যতম ব্যালন ডি অর। ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় এটিকে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত