ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন শীর্ষক কর্মশালা সম্পন্ন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১৮:১৪ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে বরিশাল, বগুড়া, চট্টগ্রাম নর্থ, ঢাকা ইস্ট জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২৩ নভেম্বর ২০২৩ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। মূল বিষয়ের উপর বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবায়েরুল হক ও ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু সাঈদ। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় জোনসমূহের অধীন শাখা ও এজেন্ট আউটলেটের ৭৮৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত