বোয়ালখালী উপজেলা এবং পৌরসভা শ্রমিকদলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  মোঃ ইউনুস

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ১২:০৫ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২২:৪৬

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা এবং পৌরসভা শ্রমিক দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সন্ধ্যা ০৭ টায় বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে বোয়ালখালী উপজেলা এবং পৌরসভা শ্রমিক দলের আয়োজনে উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল এর সভাপতিত্বে এবং পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম শওকত। এসময় তিনি বলেন শ্রমিকের ট্যাক্সের টাকায় সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা হয় তাই শ্রমিকের সেবা এবং তাদের জন্য উন্নয়ন মুলক কাজের মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহসিন খান তরুণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশেম, থানা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল করিম নুরু, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার, দক্ষিণ জেলা যুবদল নেতা আবু আকতার, দক্ষিণ জেলা শ্রমিকদলের সহ সাংগঠনিক সম্পাদক বাবু স্বপণশীল, দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক সৈয়দ দিদারুল আলম লিটন, পৌরসভা শ্রমিকদলের সভাপতি মোঃ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভা যুবদলের আহবায়ক লোকমান, কধুরখীল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস বিশু, আরাফাত কোকো স্মৃতি সংসদের উপজেলা সভাপতি মোঃ ইউছুফ, পৌরসভা শ্রমিকদলের সাংগাঠনিক সম্পাদক মোঃ আসহাব উদ্দিন দুলাল, জিসাস সিনিয়র সহ সভাপতি মোঃ ইউনুস ইনু, পৌরসভা যুবদলনেতা ইরফানুল হোক জিকু। উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সিনিয়র সহ সভাপতি মোঃ বেলাল,সহ সভাপতি মোঃ সরোয়ার আলম টুটুল, সহ সভাপতি তৌহিদুল ইসলাম আবিদ, সহ সভাপতি মোঃ ওসমান, সাংগাঠনিক সম্পাদক মোঃ আজাদ, সহ সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন মানিক, বোয়ালখালী পৌরসভা সিনিয়র সহ সভাপতি লোকমান, সহ সভাপতি নাজিম উদ্দিন , সহ সভাপতি ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ইফতি, সহ সাংগঠনিক সম্পাদক হায়দার হোসেন মান্না, আব্দুল মাবুদ, টিটু, সোহেল, জুয়েল, ফরিদ, নজরুল প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রত্যেকে নিজ নিজ পদ ও পরিচিতি শেষ করে ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত