বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্য ‘লাইফ সাপোর্টে’: জাতিসংঘের মহাসচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১০:৫০ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার কমানো এবং তা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে নিচে রাখার যে লক্ষ্য ঠিক করা হয়েছিল তা এখন ‘লাইফ সাপোর্টে’ চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

স্কটল্যান্ডের গ্লাসগোর জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে কার্যকর উদ্যোগ না নেওয়ায় এই মন্তব্য করেছেন গুতেরেস। 

এবারের কপ-২৬ সম্মেলন থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য লক্ষ্যে বিশ্বনেতাদের সন্তোষজনক অঙ্গীকার পাওয়া যাবে না বলেই মনে করছেন তিনি।  

১২ নভেম্বর শুক্রবার জলবায়ু সম্মেলনের শেষ দিনে একটি অর্থপূর্ণ চুক্তি করার জন্য বড় দেশগুলোরওপর চাপ রয়েছে। এ জন্য তবে শেষ মুহুর্ত পর্যন্ত একটি কার্যকর সিদ্ধান্তে পৌঁছানোর  আশা করছেন তিনি। 

পরিবেশ বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা গেলেই জলবায়ুর চরম খারাপ প্রভাব মোকাবেলা সম্ভব হবে। 

এ জন্যই বিশ্ব নেতারা ২০১৫ সালে কার্বন নির্গমন হ্রাসের মাধ্যমে ১.৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশ্বকে উষ্ণতা বৃদ্ধি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তা কার্যকর সম্ভব হয়নি। 

এই পরিস্থিতি গুতেরেস বলছেন, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন চালু রেখে কার্বন নির্গমন কমানোর প্রতিশ্রুতি অর্থহীন।

জীবাশ্ম জ্বালানি শিল্প যখন ট্রিলিয়ন ডলারের ভর্তুকি পায় তখন এসব প্রতিশ্রুতি ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়।

এবারের গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে যেসব ঘোষণা এসেছে তা যথেষ্ট নয় বলেই মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত